ভবঘুরে ও কুষ্টাশ্রমের আবাসিকদের সাথে এক অভিনব জন্মদিন পালন।

সুদীপ সেন, বাঁকুড়া:- আরো পাঁচ টা জন্মদিনের মতো জন্মদিন পালন নয়, সহায় সম্বল হীন মানুষদের নিয়ে, তাদের খুশির অংশীদার হয়ে জন্মদিন পালন করলেন বাঁকুড়ার সমাজসেবী সর্বজিত সেন।

সকালে বন্ধু বান্ধবদের নিয়ে তিনি ২১/০১/২২ পৌঁছে যান বাঁকুড়ার জুন বেদিয়ার নবজীবন পুর স্নেহালয় কুষ্ঠাশ্রমে।

সেখানে সেই আশ্রমের আবাসিকদের নিজের হাতে কেক, খাবারের প্যাকেট এবং জল তুলে দিলেন তিনি।

এরপর ই পৌঁছে যান বাঁকুড়া পৌরসভার উদ্যোগে তৈরি ভব ঘুরেদের জন্য তৈরি শন্তিনীড়ে।

সেখানেও যারা একসময় ভব ঘুরে ছিল, ছিল না মাথার ওপর ছাদ, একমুঠো খাবার, তাদের সাথে জন্মদিন পালন করেন সর্বজিত বাবু।

আবাসিকদের কেক, খাবারের প্যাকেট তুলে দেন তিনি।
তুলে সকল কে মাস্ক।

খুশি দুই আশ্রমের আবাসিক রা, ভীষণ খুশি সর্ব জিত বাবু ও।

উপস্থিত তাঁর বন্ধু বান্ধব, আশ্রমের লোকেদের কথায়___ এক অভূতপূর্ব, ব্যতিক্রমী জন্মদিনের সাক্ষী হলাম আমরা।

এই উদ্যোগে খুশি সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *