নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর নৃসিংহপুর আউটসাইড কলোনি এলাকায় এক ব্যক্তির জমির পাঁচিল ভেঙে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। জমির মালিক বিশ্বনাথ ঘোষের অভিযোগ তিনি এক ব্যক্তিকে তার 16 বিঘা সম্পত্তির মধ্যে দুই বিঘা সম্পত্তি বেচে ছিলেন, কিন্তু ওই ব্যক্তি দাবি করছেন তাকে চার বিঘা সম্পত্তি বেচা হয়েছে এই নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়। অভিযোগকারী বিশ্বনাথ ঘোষের অভিযোগ তার জমিতে তিনি পাঁচির দিয়েছিলেন কিন্তু আজ সকালে তার প্রাচীরটি ভেঙে দেওয়া হয়। বিশ্বনাথ ঘোষ জানান এই ঘটনায় প্রতিবাদ করলে তাকে প্রাণে মারার হুমকি দেয় ওই ব্যক্তিরা, শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানার দ্বারস্থ হয় অভিযোগকারী বিশ্বনাথ ঘোষ এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে আরো একবার শান্তিপুর থানার পুলিশ।