গোল্ডেন তক্ষক সহ তিনজনকে ধরল বনকর্মীরা।

0
262

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গোল্ডেন তক্ষক সহ তিনজনকে ধরল বনকর্মীরা।একটি প্রাইভেটকারে করে সেই তক্ষক নিয়ে আসা হচ্ছিল শিলিগুড়ি। মেঘালয় থেকে অসময হয়ে ডুয়ার্সে পথে শিলিগুড়ি ঢোকার মুখেই ওদলাবাড়ি এলাকায় একটি হোটেলের কাছে গাড়ি আটক করে বনকর্মীরা।বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের কাছে গোপন খবর ছিল তক্ষক পাচারের কথা। এরপরে রেঞ্জার সঞ্জয় দত্তর নেতৃত্বে রাতে ওত পেতে থাকে। ওদলাবাড়িতে। অসম নম্বরের গাড়িটি আসতেই ধরে ফেলা হয়।