নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার নয়াবসত রেঞ্জের ঘেঁষাশোল,বাঁশিরাইশোল ও চোরকুল গ্রামে তাণ্ডব চালালো একটি দাঁতাল হাতি, এই তাণ্ডবের ফলে বেশ কয়েকটি বাড়ি সহ একটি দোকানের শাটার ভেঙে তাণ্ডব চালায় দাঁতাল হাতি, পাশাপাশি বেশ কয়েক বিঘা জমির ফসলের ক্ষতি করেছি বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওইসব ক্ষতিগ্রস্ত পরিবার থেকে শুরু করে চাষিরা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে, পাশাপাশি এই ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।
Home রাজ্য দক্ষিণ বাংলা নয়াবসত রেঞ্জের ঘেঁষাশোল,বাঁশিরাইশোল ও চোরকুল গ্রামে হাতির তাণ্ডব,ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি সহ ফসলের,আতঙ্কের...