বাবা-ছেলের কাছে জাল নোট উদ্ধার ।

0
365

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বাবা ও ছেলের কাছ থেকে উদ্ধার হল জাল নোট। ধৃত দুইজনেই। বকুলতলা থানা এলাকার মনিরতট হাওয়া ইটভাটা থেকে ৪০ টি ৫০০ টাকার জাল নোট সহ বাবা ও ছেলেকে পাকড়াও করে পুলিশ। বকুলতলা থানার মনিরতট হাওয়া ইট ভাটার ঘটনা।ঘটনায় জাল নোট ছাড়াও একটি মোটর বাইক ও দুটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম হলো সুবীর দে ও সুমিত দে । বাড়ি হাওড়ার ডোমজুড় থানা এলাকায়। সম্পর্কে বাবা ছেলে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়া থেকে বাবা ছেলে ব্যবসায়িক লেনদেনের কাজে মনিরতট এলাকায় মাঝে মাঝে আসতো।এদিন ওই ইটভাটায় লেনদেন করার সময় ওই জাল নোট গুলো তাঁরা দিয়েছিল।আর গোপন সুত্রে সেই খবর বকুলতলা থানার পুলিশের কাছে চলে আসে। তারা গিয়ে বৃহস্পতিবার তাদের হাতে নাতে ধরে। জাল নোট সহ বাবা ও ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালাতে চায় পুলিশ।