সাতসকালেই গ্রামে হাতির দল আতঙ্কে গ্রামবাসি।

0
371

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ সকাল ছটা নাগাদ গ্রামে আচমকাই এগারটি বুনো হাতির দল ঢুকে পারে গ্রামে ছাগল গরুর ওপর হামলা করে হাঁতিতে ঘটনাটি ঘটেছে গঙ্গাজলঘাটি রেঞ্জ এলাকার গোপীনাথপুর গ্রামে ।

সকালেই এগারোটি হাতির দল গ্রামে ঢুকে পড়ে ছাগল গরুর উপর হামলা করে এবং চাষবাসের ও ক্ষতি করে যায় হাতিতে গ্রামে আচমকাই হাত থেকে গ্রামের মধ্যে ইতিমধ্যে বিশাল পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কে রয়েছে গ্রামবাসী সকালে হাতি গুলি গোপীনাথপুর গ্রাম ও গ্রামের প্রবেশ করে সেখানে মনের মধ্যে রয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে বেলিয়াতোড় থানার পুলিশ এবং গঙ্গাজলঘাটি রেঞ্জের রেঞ্জার এবং রাম হরিপুর বিট অফিসার ।

তবে গ্রামের মানুষের দাবী যেসব চাষবাসের ক্ষতি করেছে এবং গরু-বাছুর মেরেছে সেই সব ক্ষতিপূরণ দিতে হবে।

এই বিষয়ে গঙ্গাজলঘাটি রেঞ্জ অফিসার বলেন এই হাতির দল থেকে আমরা অতি শীঘ্রই এলাকা থেকে বার করার চেষ্টা করছি এবং যেসব ক্ষতি করেছে সেগুলি আমরা গ্রামের মানুষের সুব্যবস্থা করবো অর্থাৎ ক্ষতিপূরণ দেয়া হবে।