আজ ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী পালন করলেন একটু অন্য ভাবে টিম অলওয়েজ স্মাইল সদস্যরা।

0
308

মালদা, নিজস্ব সংবাদদাতা:-আজ ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী পালন করলেন একটু অন্য ভাবে টিম অলওয়েজ স্মাইল সদস্যরা, রবিবার সকালে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যমকেন্দুয়া গ্রামে,প্রথমে পতাক উত্তলন করার পরে নেতাজির ছবিতে মাল্যদান করে সংগঠনের সদস্যরা তারপরেই ছোট ছোট শিশুদের মিষ্টিমুখ করানোর মধ্যেদিয়ে এলাকার দুস্থ পরিবারে মায়েদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।সংগঠনের তরফে বিক্রম দাস বলেন, নেতাজীর জন্মাদিন উপলক্ষে আজ বুলবুলচন্ডী মধ্যেমকেন্দু গ্রামে ৫০জন সাধারণ মানুষের মধ্য শীত বস্ত্র তুলে দেওয়া হয়।এই ভাবে আজকের এই সুন্দর দিনটি উদযাপন করা হয়।