ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম!

0
292

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রামঃ- রবিবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে রয়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর । সেই সঙ্গে মেঘলা আকাশ ।তবে রবিবার শীতের প্রভাব কিছুটা কম। যেভাবে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে গোটা ঝাড়গ্রাম এলাকা যার ফলে সমস্যায় পড়ছেন যানবাহন চালকরা। গাড়ির হেডলাইট জ্বালিয়ে অতি সাবধানে যাতায়াত করতে হচ্ছে গাড়ি চালকদের। তাই যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। রাস্তাঘাটে ও অন্যান্য দিনের তুলনায় লোকজন খুব কম। তবে মেঘলা আকাশ এর পাশাপাশি শুরু হয়েছে হালকা বৃষ্টি। যার ফলে অকাল বৃষ্টির জন্য ফসলের ক্ষতির আশঙ্কা করছেন অনেকেই। যদি ভারি বৃষ্টি হয় তাহলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় চাষিরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে চিন্তার ভাঁজ পড়েছে চাষীদের কপালে।