জনতা দল ইউনাইটেড, নীতীশ ব্রিগেড,সমাজবাদী সংঘর পক্ষ থেকে আজ পশ্চিম বঙ্গের সমস্ত জেলায় মহান স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বীর, নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়।

0
400

হুগলী, নিজস্ব সংবাদদাতা:- আজ জনতা দল ইউনাইটেড,
নীতীশ ব্রিগেড,সমাজবাদী সংঘর পক্ষ থেকে আজ পশ্চিম বঙ্গের সমস্ত জেলায় মহান স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বীর, নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়, হুগলী জেলার Dhaniakhali, তে নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন Janata Dal United National Council Member, Ashoke Das, উপস্থিত ছিলেন জেলা সম্পাদক,JDU ঋষী ঘোষাল,Assad Ali Khandakar, সহ বিভিন্ন নেতৃবৃন্দ, মুর্শিদাবাদ জেলার khargram ,JDU District President মানিক দাস, নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং দুস্থ জনসাধারণ কে শীতবস্ত্র বিতরণ করেন, Uttar Dinajpur district, President JDU, Kamaksha Sarkar,General Secretary Bhabotosh Lahiri রায়গঞ্জ এ নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন,দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এ JDU ,District President Sajal Adhikari নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, নীতীশ ব্রিগেড এর State Secretary,Dibakar Dutta, বীরভূম জেলায়,JDU,Youth President, Murshidabad district, চিন্ময় ঘোষ,Nawda তে, বিনিথ চক্রবর্তী,JDU,District President,Howrah Rural,Bapi Khan,JDU,South 24 Pargana District President,Dipak Das, মেদিনীপুর পশ্চিম, জেলার জনতা দল ইউনাইটেড এর জেলা সভাপতি,Narayangarh এক অনুষ্ঠান এর মাধ্যমে নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, সমাজবাদী সংঘ,কলকাতা জেলা কমিটির সভাপতি Tridip Dey নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।Ashoke Das, JDU National Council Member, ৭৪৭৭৮৮৪৩২৫.