নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে বিধায়কের অভিনব কর্মসূচি।

0
378

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে বিধায়কের অভিনব কর্মসূচি।
আজ 23 শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের 125 তম জন্মদিন, রবিবার সকাল থেকেই শান্তিপুরের বেশ কয়েকটি এলাকাসহ শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শুরু করে শান্তিপুর ডাকঘর মোড়ে অবস্থিত নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেছেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বেলা গরাতেই লক্ষ্য করা গেল বিধায়ক এক নতুন উদ্যোগ গ্রহণ করলেন। শান্তিপুর রেল স্টেশনে আশ্রয় কারি মানসিক ভারসাম্যহীন থেকে শুরু করে পথচারীদের দুপুরের আহার তুলে দিলেন তিনি সাথে ছিলেন বিধায়কের অনুগামীরা। আজ নেতাজির জন্মদিন উপলক্ষে বিধায়কের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুরের বিধায়ক হওয়ার পর থেকেই একের পর এক দলীয় কর্মসূচি থেকে শুরু করে সাধারণ মানুষের ভালো-মন্দের খোঁজখবর নিতে নিজেই পৌঁছা যেতেন তাদের কাছে। করোনা আবহের কারণে বিভিন্ন কর্মসূচি তিনি বাতিল করেছিলেন, কিন্তু অবিরাম বাড়িতে বসেই খোঁজখবর নিয়েছেন মানুষের। আজ তিনি সমস্ত করোনার বিধি-নিষেধ মেনেয় আরো একবার অভিনব উদ্যোগ নিলেন যা বিগত দিনে কোন রাজনৈতিক নেতাকেই করতে দেখা যায়নি।