পারবেলিয়ায় দলীয় কার্যালয়ের সামনে ফঃবঃ দলের কর্মী সমর্থকরা আজকের দিনটি দেশপ্রেম দিবস হিসাবে পালন করলেন।

0
517

পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডলঃ- দেশজুড়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় দেশপ্রেমিক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম বার্ষিকী পালিত হলো। পুরুলিয়া জেলার সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্য্যাদার সঙ্গে নেতাজীকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।নিতুরিযা থানার পারবেলিয়ায় দলীয় কার্যালয়ের সামনে ফঃবঃ দলের কর্মী সমর্থকরা আজকের দিনটি দেশপ্রেম দিবস হিসাবে পালন করলেন।নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন দলের নেতা উজ্জ্বল রজক, অনন্ত কবি প্রমুখ।এছাড়াও দুঃস্থদের বস্ত্রদান করা হয়।