বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- যথাযথ মর্যাদা সহকারে বীরভূম জেলার ময়ূরেশ্বর চক্রের অন্তর্গত উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে বীর দেশ নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মজয়ন্তী পালন করা হলো সকল শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে। তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পেরে খুশি সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সকাল থেকেই মেঘের অবস্থা ভীষণ খারাপ। বৃষ্টি ঝরছে অবিরাম টিপটাপ করে।
মেঘ বৃষ্টি মাথায় নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উদ্যোগে সবাই উপস্থিত হয়ে তাঁর চরণে শ্রদ্ধা নিবেদন করলেন। সকল পালনীয় দিন উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে পালন করা সারাবছর।। স্বাধীনতার ইতিহাসে এই মহান দেশ নায়কের ভূমিকার কোনো তুলনা হয় না। তিনি ভারতের স্বাধীনতার ইতিহাসে চির অমর হয়ে থাকবেন।
ছবি ও তথ্য – সুকান্ত রায় , বীরভূম ।