Skip to content
  • Monday, 19 May 2025
  • 9:00:30 AM
  • Follow Us
Sob Khabar

Sob Khabar

  • হোম
  • রাজ্য
    • উত্তর বাংলা
      • আলিপুরদুয়ার
      • কোচবিহার
      • দক্ষিণ দিনাজপুর
    • দক্ষিণ বাংলা
      • পশ্চিম মেদিনীপুর
      • পুরুলিয়া
      • পূর্ব মেদিনীপুর
      • ২৪পরগনা
        • গোসাবা
  • কলকাতা
  • দেশ
  • বিদেশ
  • ওপার বাংলা
  • খেলা
  • বিনোদন
    • ভ্রমণ
    • সাক্ষাৎকার
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • সাহিত্য
  • রেসিপি
  • সম্পাদকীয়
  • Home
  • ঝিঙে পটল (ধারাবাহিক, ষষ্টদশ পর্ব) : দিলীপ রায় (+৯১ ৯৪৩৩৪৬২৮৫৪)।
Featured সাহিত্য

ঝিঙে পটল (ধারাবাহিক, ষষ্টদশ পর্ব) : দিলীপ রায় (+৯১ ৯৪৩৩৪৬২৮৫৪)।

sobkhabaradmin Jan 23, 2022 0

ঝিঙে নিজেকে গুটিয়ে রাখতে পারলো না । মাঝখান থেকে তার পড়াশুনায় প্রচুর ঘাটতি হয়ে গেলো । যার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভাল দিতে পারলো না । পটলের মানসিক শান্তি, “শেষ পর্যন্ত বোনটা পরীক্ষা দিয়েছে ।“ বোনটা পরীক্ষায় বসেছে তাতেই পটলের শান্তি । পরীক্ষার রেজাল্ট কী হবে সেই বিষয়ে পটল একটুও ভাবিত নয় । তার দৃঢ় বিশ্বাস, বোন যখন পরীক্ষায় বসেছে পাশ সে করবেই ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বোনকে নিয়ে পটল পুরীতে বেড়াতে গেলো । পটলের ধারণা, পুরীর সমুদ্রের পারে বেড়ালে বোনের মনোবল বাড়বে । স্বাভাবিক অবস্থা ফিরে পাবে ।
তারপর হাওড়া থেকে ট্রেনে সোজা পুরী । সেখানে সমুদ্রের পারে হোটেল ভাড়া করলো । পুরীতে পৌঁছে ঝিঙে অনেক সাবলীল । সমুদ্রের পার দিয়ে বেড়াতে তার ভীষণ উৎসাহ । বোনের উৎফুল্লতা লক্ষ করে পটল খুব খুশী । বেড়াতে কিছু টাকা খরচ হচ্ছে বটে, কিন্তু বোনটার মুখে প্রাঞ্জল হাসি দেখে তার চিত্তে সুখ । যেটার জন্য পটল মুখিয়ে ছিলো, সেই বোনের মুখে প্রশান্তির হাসি দেখে পটল যারপরনাই আনন্দিত । যাই হোক ভাই বোন দুজনে মিলে এলোপাথাড়ি ঘুরছে । পটলের জীবনে প্রথম কোনো ভ্রমণস্থলে বেড়াতে আসা । যার জন্য পটলও পুরীতে বেড়িয়ে খুব আনন্দ পাচ্ছে ।
পরেরদিন সকালবেলায় স্নান সেরে, জগন্নাথের মন্দিরে পুজো দিতে ছুটলো । মন্দিরে পাণ্ডাদের হাতে তুলসী পাতা দেখে ঝিঙের খুব কৌতুহল, “দাদা, সমস্ত পাণ্ডাদের হাতে তুলসি পাতা কেন ?” পটলের এই ব্যাপারটা কিছুই জানা নেই । তবুও বোনটার কৌতুহল দমন করার জন্য একজন বয়স্ক পাণ্ডাকে ব্যাপারটা জিজ্ঞাসা করায় তিনি বললেন, তুলসী পাতা জগন্নাথ দেবের ভীষণ প্রিয় ।
পুরীর আশেপাশে বেড়িয়ে ঝিঙে যেমন খুশী, তেমনি পটলও খুব খুশী ।
অবশেষে পটল ও ঝিঙে পুরীতে তিনদিন ও তিনরাত কাটানোর পর বাড়ি ফিরলো । বাড়ি ফেরার পর ঝিঙে অনেক উৎফুল্ল । হাসি খুশী । সকলের সঙ্গে প্রাণখোলা কথাবার্তা । ঘোরাফেরায় কোনো আড়ষ্ঠতা নেই । একদম স্বাভাবিক । ঝিঙে ক্রমশ আগের চালচলন ও জীবনযাপনে ফিরছে । বোনের স্বাভাবিক জীবনযাপন দেখে পটল আনন্দে আত্মহারার ন্যায় । তাই দোকান নিয়ে পটল এবার ধ্যান দিলো ।
দোকানটা বাজারসৌ স্টেশন চত্বরে খুব জনপ্রিয় । মোটামুটি প্রয়োজনীয় সব জিনিস এখন পটলের দোকানে পাওয়া যাচ্ছে । যার জন্য তার দোকানে খরিদ্দারদের ভিড় অহরহ ।
“দাদা, আপনার দোকানে গায়ে মাখা সাবান পাওয়া যাবে ।“ কুন্তী জানতে চেয়ে ফ্যাল ফ্যাল করে পটলের দিকে তাকিয়ে রইলো । কুন্তীর তাকানোর কায়দা অন্যরকম । প্রথম দিনেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে পটলের আপাদমস্তক সম্বন্ধে তার একটা ধারণা জন্মালো ।
“গায়ে মাখা সাবানের নাম কী ?” পটল কুন্তীর দিকে তাকিয়ে পাল্টা জানতে চাইলো ।
“আপনি কেমন দোকানদার ! গায়ে মাখা সাবান রাখেন না । আবার নাম জিজ্ঞাসা করছেন ?“ কুন্তীর আড় চোখে অভিযোগ ।
“সাবান অন্তত ছয়-সাত ধরনের রয়েছে । কোন সাবানটা চাইছেন বললে আমার পক্ষে সুবিধা হত । গায়ে মাখা সাবানের দামটাও একটু বেশী ।“ পটল বোঝাতে চেষ্টা করলো ।
অতশত বুঝি না । আমাকে একটা ভাল গায়ে মাখা সাবান দিন ।
আচ্ছা মুশকিল ! তাহলে কী ডাভ্‌ সাবান দেবো ?
বললাম তো, ভাল সাবান দেবেন ।
এইবার ডাভ্‌ সাবান বের করে কুন্তীর দিকে বাড়িয়ে চোখে চোখ রেখে পটল বলল, “আপনার বাড়ি কোথায় ? ইতিপূর্বে আপনাকে এই চত্বরে কখনও দেখিনি ।“
এতদিন দেখেননি । এবার থেকে দেখবেন ।
কিন্তু আপনার মতো দুই-চারটে খরিদ্দার দোকানে এলে দোকানের বেচাকেনা মাথায় উঠবে ?
“আমার সম্বন্ধে আপনার অহেতুক খারাপ ধারণা হচ্ছে কেন ?” কুন্তী পটলকে জিজ্ঞাসা করলো ।
খারাপ ধারণা নয় । একটা সাবান কিনতে আপনি যা করলেন অন্যেরাও সেটা করলে দোকানের কাজকর্ম শিকেয় উঠবে, সেটাই বললাম ।
কুন্তী চলে গেলো । কিন্তু দোকান ছাড়ার আগে এক ঝলক হাসি দিয়ে কুন্তী বলে গেলো, সে পুনরায় আসবে ।
পটল কুন্তীকে দেখে একটু ভড়কে গিয়েছিল । মেয়েটা দেখতে খাসা ! সুন্দরী না হলেও গায়ের রঙ অতটা চাপা নয় ! স্লীম চেহারা । স্পষ্ট উচ্চারণে কথা বলে । কিন্তু কুন্তী মেয়েটা কে ? কোনোদিন তাকে এই চত্বরে দেখেনি । পটল নিজেও ভাবছে, বোনকে বড় করতে গিয়ে সেই অর্থে কোনো মেয়ের দিকে তাকায়নি বা কোনো হাল্কা বয়সের মেয়ের খপ্পরে পড়েনি । ফলে মেয়েদের সাথে মেলামেশায় পটল একেবারেই অনভিজ্ঞ । বলা চলে কাঁচা । কিন্তু কুন্তীকে দেখার পর একটু হলেও পটলের মনে তার জন্য আলোড়ন সৃষ্টি হল । তবে এইসব মনের সাময়িক পরিবর্তনকে পটল গুরুত্ব দিতে নারাজ ।
“পটল, একটু আদা দিয়ে কড়া করে চা বানাও ?” দিগন্তবাবু হন্তদন্ত হয়ে কোথা থেকে এসে পটলের দোকানে রাখা চেয়ারে বসে চা চাইলেন ।
“চিনি কী দেবো কাকা ?”
না, একদম চিনি দেবে না । চিনি খাওয়া ছেড়ে দিলাম, পটল । সুগারটা বেড়েছে । আর তা ছাড়া তোমার কাকীমার কড়া নির্দেশ, মিষ্টি খাওয়া চলবে না ।
চা বানিয়ে পটল দিগন্তবাবুর সামনে হাজির । বাজারসৌ তল্লাটে দিগন্তবাবুকে সবাই চেনে । তিনি একজন অবসরপ্রাপ্ত হাই স্কুলের শিক্ষক । তবে বয়স সত্তরের কাছাকাছি । ইতিমধ্যে হার্টের সমস্যায় কিছুদিন ভুগলেন । এলাকার মানুষ তাঁকে ভীষণ শ্রদ্ধা করে ।
খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন দিগন্তবাবু ।
“কাকা চা !” পটল চায়ের কাপটি এগিয়ে ধরলো ।
পটলের ডাকে পেপার থেকে মুখটা তুলে মাস্টার মশাই বললেন, “দাও বাছা ! অনেকক্ষণ যাবৎ চা খাওয়া হচ্ছে না । বাড়িতে চা চাইতেই, তোমার কাকীমার চোখ রাঙানি ! সকালে বিকালে ছাড়া তাঁর চা দিতে আপত্তি । তাই সোজা তোমার দোকানে আসা ।“
চায়ে চুমুক দিয়ে দিগন্তবাবু বললেন, “খাসা চা বানিয়েছো বাছা !”
বিস্কুট কী দেবো কাকা ।
না, আর বিস্কুট দিতে হবে না ।
চা খেয়ে দিগন্তবাবু চলে যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন, “তোমার বোন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমন দিলো ?”
ভাল দিয়েছে কাকা ।
“ভাল দিয়েছে শুনে খুব খুশী হলাম । ওর উপর দিয়ে যা ঝড় বয়ে গেলো তাতে পরীক্ষা ভাল হওয়ায় আমি আনন্দ পেলাম । চলি বাছা !” বলেই তিনি চলে গেলেন ।
বেশ কয়েকদিন দোকান নিয়ে ব্যস্ত রইলো পটল । ঝিঙেও মাঝে মধ্যে দোকানে এসে দাদাকে সহযোগিতা করছে ।
ঝিঙের পরীক্ষার রেজাল্ট বের হতে বেশ কিছুদিন বাকী । তাই পটল বাড়ি তৈরীর কাজে হাত দিলো । আরও একটা ঘর দরকার । ছোট ঘর । বোনটার জন্য বিশেষভাবে ঘরটা দরকার । তাই নতুন একটা ঘর শুরু করলো । দুই মাস লেগে গেলো ঘরটা তুলতে । একেবারে শেষ পর্যায়ে কিছু টাকার জন্য আটকে গেলো । ইটের গাঁথনিটার প্লাস্টার ও রঙ করতে অনেক টাকার দরকার । দোকানে যা বেচাকেনা, তাতে লাভের অংশ খুব কম । পটলের উদ্বিগ্নতা লক্ষ্য করে ঝিঙে দাদাকে কিছুদিনের জন্য নির্মাণ বন্ধ রাখতে পরামর্শ দিলো । টাকার সংস্থান হলে বাকী কাজ করা যাবে ।
কয়েকদিন থেকে কানাঘুষো, উচ্চ মাধ্যমিকের ফল খুব শীঘ্র বের হবে । বোনটার রেজাল্ট নিয়ে পটল খুব দুশ্চিন্তায় রয়েছে । বোনের পরীক্ষার রেজাল্ট বের হলে কলেজে ভর্তি করার ঝকমারি রয়েছে । তাই সে চিন্তিত !
দুপুরের খাওয়ার পর সেজেগুজে ঝিঙে কোথাও বের হচ্ছে । পটলের কাছে এসে আবদার ধরলো, “দাদা আমাকে পাঁচ শত টাকা দিবি ?”
হঠাৎ এত টাকা কেন বোন ?
আমার বান্ধবী শ্রীলেখার জন্মদিন । তার জন্মদিনে উপহার কিনে দেবো ।
“তুই একটু বোস । আমি ঘর থেকে টাকাটা আনছি ।“ তারপর পটল ঘরে ঢুকলো ।
টাকাটা ঝিঙের হাতে ধরিয়ে দিয়ে বোনের মাথায় হাত দিয়ে বললো, “দিনের আলোতে বাড়ি ফিরিস্‌ ।“
মাথা নেড়ে ঝিঙে জবাব দিলো, “তুমি আমার জন্য চিন্তা করো না । আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো ।“
তারপর ঝিঙে একটা টোটো ধরে শ্রীলেখার বাড়ি উঠলো । তাকে দেখে শ্রীলেখা অবাক ! জন্মদিনের অনুষ্ঠানটা হবে সন্ধ্যাবেলায় । কিন্তু বিকাল চারটের সময় ঝিঙে উপস্থিত । উপহারটি শ্রীলেখাকে ধরিয়ে দিয়ে ঝিঙে শুভেচ্ছা জানিয়ে বলল, “শুভ জন্মদিন । এইদিনটি তোর জীবনে বার বার আসুক ।“
শ্রীলেখা তার পড়ার ঘরে ঝিঙেকে বসালো । পেছন পেছন শ্রীলেখার মা উপস্থিত । শ্রীলেখার মা বললেন, “তোর এই বান্ধবীকে কী দুস্কৃতিরা তুলে নিয়ে পালিয়ে গিয়েছিলো ?”
শ্রীলেখার তার মায়ের কথার মর্ম উপলব্ধি করে বলল, “মা, ঝিঙে আমার ভাল বন্ধু । তাই সে জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ছুটে এসেছে ।“
কিন্তু ঝিঙে শ্রীলেখার মায়ের কথার জবাবে বলল, “হ্যাঁ মাসিমা । আমাকে দুস্কৃতিরা তুলে নিয়ে পালিয়ে গিয়েছিলো । তবে ওটা আমার পরিচয় নয় । আমার পরিচয়, আমি শ্রীলেখার বান্ধবী ।“
শ্রীলেখার মা বেজার মুখে ঘর ত্যাগ করলেন ।
ফ্যাকাশে মুখে ঝিঙে ভাবছে, সমাজের চোখে সে এখন শ্রীলেখার বান্ধবী নয় । একজন ছাত্রীও নয় । পটলের বোন নয় । তার পরিচয়, দুস্কৃতিদের হাতে অপহৃত এক যুবতী মেয়ে । শ্রীলেখার মায়ের কথা যত ভাবছে, ঝিঙে মনোকষ্টে ততই পীড়িত হচ্ছে । তার নিজের পরিচয় ক্রমশ লুপ্ত হওয়ার পথে ! অথচ দাদার কষ্টকর পরিশ্রমের টাকায় দামী একটা উপহার নিয়ে হাজির হল, সেটা শ্রীলেখার অভিভাবকদের কাছে ধর্তব্য নয় । তাঁরা বড় করে ধরলেন, ঝিঙের অপহরনের ঘটনাটা !
ঝিঙের আর শ্রীলেখাদের বাড়িতে বসে থাকতে মন চাইলো না । জরুরি কাজের অছিলায়, কিছু না খেয়ে শ্রীলেখাদের বাড়ি থেকে সোজা বাড়ি । বাড়ি ফিরে গোমড়া মুখে ঘরে গিয়ে শুয়ে পড়লো । বোনের ফ্যাকাশে মুখ দেখে পটল গভীর চিন্তায় পড়ে গেলো । কোনো অঘটন ঘটলো কিনা, সেটা বোঝার জন্য ছুটে বোনের পাশে বসলো । তারপর তার মাথায় হাত দিয়ে বলল, “তুই এত চুপচাপ কেন ?”
দাদার কোলে মাথা রেখে ঝিঙের ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না !
বোনকে কিছুতেই সংযত করা যাচ্ছে না । তাই পটল ভাবলো, টিভি চালালে যদি বোনের দৃষ্টি অন্যদিকে ফেরানো যায় । টিভি চালিয়ে দিলো পটল ।
তখন টিভিতে খবর চলছে । টিভির দিকে যেমনি পটলের দৃষ্টি, তেমনি ঝিঙেরও দৃষ্টি । খবর চলছে, “আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট !”
ঝিঙের কান্না তখন থেমে গেছে । পরক্ষণেই উদ্বিগ্ন হয়ে উঠলো রেজাল্ট জানার জন্য !
 ( চলবে )

sobkhabaradmin

Website:

Related Story
Featured উত্তর বাংলা দেশ বিবিধ মালদা রাজ্য স্বাস্থ্য
রাতভোর চলল টর্চ লাইট জ্বালিয়ে চিকিৎসা পরিষেবা বুলবুলচান্ডি গ্রামীণ হাসপাতালে।
sobkhabaradmin May 19, 2025
Featured খেলা দক্ষিণ বাংলা দেশ বিবিধ বীরভূম রাজ্য
বোলপুরের শান্তিনিকেতন মাটিতে সৌরভ গাঙ্গুলী।।
sobkhabaradmin May 19, 2025
Featured আলিপুরদুয়ার উত্তর বাংলা দেশ বিবিধ রাজ্য
রবিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৫৩ নম্বর পার্টে ৬ টি পরিবার তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
sobkhabaradmin May 19, 2025
Featured দেশ সাহিত্য
আজ ১৯ মে, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।।
sobkhabaradmin May 19, 2025
Featured সাহিত্য
ত্রিগুণ – “সত্ত্ব, তমঃ ও রজঃ” – একটি বিশেষ পর্যালোচনা।।।
sobkhabaradmin May 19, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ বিবিধ রাজ্য সাহিত্য
সব্যসাচী লেখক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।।।।
sobkhabaradmin May 19, 2025
Featured দেশ বিবিধ সাহিত্য
১৯শে মে বাংলা ভাষা অন্দোলন – একটি পর্যালোচনা : দিলীপ রায় ।
sobkhabaradmin May 19, 2025
Featured দেশ বিনোদন ভ্রমণ সাহিত্য
মানুষের জীবনে “ভ্রমণ”এর প্রাসঙ্গিকতা : দিলীপ রায়।
sobkhabaradmin May 19, 2025
Featured উত্তর বাংলা জলপাইগুড়ি দেশ বিবিধ রাজ্য
আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই লুপ ব্রিজে ফাটল!
sobkhabaradmin May 18, 2025
Featured উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর দেশ বিনোদন বিবিধ রাজ্য লাইফস্টাইল
রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীর বেস আর-নুর মডেল স্কুলের গার্লস ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ প্রাথমিক শিক্ষা কর্মশালা।
sobkhabaradmin May 18, 2025

Leave a Reply
Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

YOU MAY HAVE MISSED
Featured উত্তর বাংলা দেশ বিবিধ মালদা রাজ্য স্বাস্থ্য
রাতভোর চলল টর্চ লাইট জ্বালিয়ে চিকিৎসা পরিষেবা বুলবুলচান্ডি গ্রামীণ হাসপাতালে।
sobkhabaradmin May 19, 2025
Featured খেলা দক্ষিণ বাংলা দেশ বিবিধ বীরভূম রাজ্য
বোলপুরের শান্তিনিকেতন মাটিতে সৌরভ গাঙ্গুলী।।
sobkhabaradmin May 19, 2025
Featured আলিপুরদুয়ার উত্তর বাংলা দেশ বিবিধ রাজ্য
রবিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৫৩ নম্বর পার্টে ৬ টি পরিবার তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
sobkhabaradmin May 19, 2025
Featured দেশ সাহিত্য
আজ ১৯ মে, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।।
sobkhabaradmin May 19, 2025

Copyright © 2025 | Powered by WordPress | Newsio by ThemeArile