মারধোর করে দাত ভেঙ্গে দেওয়ার ঘটনায় দোষীকে ২ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের।

0
651

দক্ষিণ দিনাজপুর: মারধোর করে দাত ভেঙ্গে দেওয়ার ঘটনায় দোষীকে ২ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের। জানা গেছে ২০১২ সালের ১২-ই মে তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা এলাকা অভ্যন্তরস্থ শম্পা মহন্ত-র স্বামী সুমিত মহন্ত-কে মারধোর করে দাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠে নান্টু মার্ডি এবং ঝন্টু মার্ডি-র বিরুদ্ধে। যার পরে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয় এবং পুলিশ আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। এরপরে দক্ষিণ দিনাজপুর জেলা বিচারালয়ে শুরু হয় বিচার প্রক্রিয়া। প্রাথমিকভাবে জানা গেছে শুনানির পর সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা বিচারলয়ের দ্বিতীয় আদালতের বিচারক এই মামলায় অভিযুক্ত ঝন্টু মার্ডি-কে প্রমাণ অভাবে বেকুসুর খালাস ঘোষণা করলেও বিচারক এই মামলায় অপর অভিযুক্ত নান্টু মার্ডি-কে দোষী সাব্যস্ত করেন। দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন বিচারক এই মামলায় নান্টু মার্ডি-কে দোষী সাব্যস্ত করে ৩৪১ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩২৫ ধারায় ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা ফাইন অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।