চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো এক যুবক।

0
327

মালদা, নিজস্ব সংবাদদাতা:-চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের ত্রিপাজানি এলাকায়। জানা যায়, সেই এলাকার নিজিল শেখ নামে এক যুবক সকালে জয়দেব ঘোষের বাড়িতে প্রাচীর টপকে ঘরে ঢুকে আলমারি খুলে চুরির চেষ্টা করার সময় বাড়ির মালিকের বউ ধরনা ঘোষ তাকে হাতেনাতে ধরে ফেলে চিৎকার করলে আশেপাশের গ্রামের লোকজন এসে তাকে ধরে ফেলে। তারপর ইংরেজবাজার থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে ধরে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ এই এলাকায় দিনের পর দিন একাধিক বাড়িতে বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরির ঘটনা ঘটছে। সম্ভবত জিতু এই যুবক এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।