জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ কয়েক মাস পর আজ প্রথম তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্যসরকারী কর্মচারী ফেডারেশন জলপাইগুড়ি শাখার আজ জেলা শাসক দপ্তরের ইউনিট কমিটি গঠিত হলো।নতুন কমিটির সভাপতি হলেন তমাল সেনগুপ্ত।, মোট 25জনের কমিটি গঠিত হয়েছে।মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের rtc hall হলে এই কথা জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি সঞ্চয় সিংহ রায়।তিনি বলেন এত দিন নতুন কমিটি গঠন হয়নাই।আজ নতুন ভাবে জেলা শাসক দপ্তরের ইউনিট কমিটি গঠিত হলো।এর জন্য জেলার নেতৃত্বের অনেক টাই অবদান রয়েছে