প্রজাতন্ত্র দিবসের আগে মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ডে একটি পরিত্যক্ত ব্যাককে ঘিরে চাঞ্চল্য।

0
382

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- প্রজাতন্ত্র দিবসের আগে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তল্লাশি অভিযান মেদিনীপুর শহরে। মেদিনীপুর কোতোয়ালী পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ন স্থান গুলিতে চালানো হয় তল্লাশী অভিযান। তার মধ্যেই মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়, ব্যাগটির আশেপাশে কেউ না থাকায় পুলিশের সন্দেহ হলে স্নিপার ডগ দিয়ে পরীক্ষা করে পুলিশ কর্তারা। পুলিশ সুত্রে জানা গেছে, বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে, তারা এসে পৌঁছানোর ব্যাগটি খোলা হবে। আপাতত ব্যাগটিকে লক্ষ্য রাখার জন্য দুই পুলিশকর্মীকে প্রহরায় রাখা হয়েছে ঐ স্থানে।