স্বামীজীর জন্মতিথি উপলক্ষে দুঃস্থ মানুষদের শাড়ি, কম্বল ও সেলাই মেশিন প্রদান।

0
520

আবদুল হাই, বাঁকুড়াঃ ১৬০ তম জন্মদিনে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই অনুষ্ঠানের আয়োজন বাঁকুড়া জেলার জয়রামবাটি নর- নারায়ন মন্দিরে।
আজ মঙ্গলবার শ্রদ্ধার সাথে ১৬০ তম এই বির সন্যাসীর জন্মদিন স্মরণ করলেন জয়রামবাটি নর- নারায়ন মন্দিরের মহারাজরা।
উৎসবে মাতোয়ারা সকল সম্প্রদায়ের ভক্তরা।
এই বৎসর জন্ম তিথি উপলক্ষে ৩জন বালক নারায়ণ রূপে পূজিত হল এই মন্দিরে ।
স্বামীজীর জন্মতিথি উপলক্ষে মহারাজ রা ২৫ জন দুঃস্থ মানুষদের শাড়ি ,কম্বল,ও সেলাই মেশিন প্রদান করেন