স্বামী বিবেকানন্দের ১৬০ তম আবির্ভাব তিথি পালন পণ্ডিতপুরে।

0
603

বীরভূম, সেখ ওলি মহম্মদ:- করোনা পরিস্থিতি থাকার কারণে খুব ছোট করে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত পন্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের ১৬০ তম আবির্ভাব তিথি মহোৎসব পালন করা হয়। তাই আজ সকাল থেকে মন্দিরে বিশেষ পুজো, বিশ্ব কল্যাণযজ্ঞ করা হয়। এই উপলক্ষে আজ দুবরাজপুর ব্লকের অন্তর্গত ১০ টি গ্রামের ১০০ জন দুঃস্থ নরনারীর হাতে শীতবস্ত্র প্রদান করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সদাত্মানন্দ মহারাজ, স্বামী মহাদেবানন্দ মহারাজ, স্বামী মহাদ্রুপানন্দ মহারাজ, স্বামী অশেষানন্দ মহারাজ, স্বামী কৃপানন্দ মহারাজ সহ একাধিক সন্ন্যাসী ব্রহ্মচারী। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, আমরা প্রতিবছর ধুমধাম সহকারে আজকের দিনটি পালন করি। কিন্তু করোনা অতিমারীর জন্য দুবছর ধরে সমস্ত অনুষ্ঠান বন্ধ করে এবছর খুব সংকীর্ণ ভাবে করলাম। ভগবানের কাছে প্রার্থনা করছি পৃথিবী করোনামুক্ত হোক। পাশাপাশি তিনি সরকারের কাছে অনুরোধ করছেন স্কুল- কলেজ গুলো দ্রুত খোলা হোক। তা নাহলে শিক্ষা ব্যবস্থা আরো পিছিয়ে পড়বে।