কচিকাঁচাদের কন্ঠে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্থান হামারা গানের মধ্য দিয়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন।

0
505

আব্দুল হাই, বাঁকুড়াঃ – সারা দেশ জুড়ে আজ বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। সেইমত আজ বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের দুবরাজপুর গ্ৰামের মাদ্রাসা সিরাজুল উলুমে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস । এদিন কচিকাঁচাদের কন্ঠে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্থান হামারা গানের
মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায়এই মহান দিনটি পালন করা হয়। এছাড়াও
মহাত্মা গান্ধী ও নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিরাজুল উলুমে এর মুফতী আহসানুল্লাহ কাসেমী, সম্পাদক হায়দার আলী মন্ডল সহ বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।