দুবরাজপুরের ১০ নম্বর ওয়ার্ডে প্রজাতন্ত্র দিবস পালন।

0
261

বীরভূম,  সেখ ওলি মহম্মদ:- বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চমরুচকপাড়া এলাকায় আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হল। এদিন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন দুবরাজপুর পৌরসভার এডমিনিস্ট্রেটর বোর্ডের সদস্য মির্জা সৌকত আলী। তারপর সমবেত কণ্ঠে সকলে জাতীয় সংগীত পরিবেশন করেন। সবশেষে কচিকাঁচাদের মিষ্টি বিলি করা হয়।