দুবরাজপুর মনুষ্যত্ব ও সাইথিয়ার পথপ্রদর্শক এর উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে সচেতনতা মূলক প্রচার।

0
304

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- দুবরাজপুর মনুষ্যত্ব ও সাইথিয়ার পথপ্রদর্শক এর উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে সচেতনতা মূলক প্রচার চালালো তারা, এদিন তারা দুবরাজপুরের মাদৃক সংঘ থেকে এই কর্মসূচি শুরু করে, মোট চারটি মোড়ে তারা সচেতনতা মূলক গান এর মধ্য দিয়ে পথ চলতি মানুষ দের সচেতনতার পাঠ দেন, গান পরিবেশন করে তিন ক্ষুদে শিল্পী আর্য সিনহা, মধু স্মিতা ব্যানার্জি ও সৃক্কণি ঠাকুর। কাঁচা বাদাম, আমরা করবো জয়, আছে গৌর নিতাই এইসব প্রচলিত গানের সুরে কথা পরিবর্তন করে তারা সচেতনতা গান পরিবেশন করেন, তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন। সংস্থার পক্ষ থেকে জিত নায়ক , আমরা মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই, মানুষকে আরো সচেতন হতে হবে, তাহলেই আমরা এই মহামারী কে খুব দ্রুত জয় করতে পারবো।

ছবি ও তথ্য – সুকান্ত রায়, বীরভূম ।