নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি কমিটির বেশকিছু রদবদল।

0
328

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী রানাঘাট দক্ষিণ সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি হওয়ার পর, আজ 23 জনের নতুন কমিটি গঠিত হয়। যার মধ্যে বেশিরভাগ পুরনো থাকলেও বেশ কিছু নতুন মুখ স্থান পেয়েছে জেলা কমিটিতে। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী একই পদে 5 বছর মেয়াদ উত্তীর্ণ হলে পরিবর্তিত হওয়ার নিয়ম আছে। আজ বিজেপি দক্ষিণ জেলা কার্যালয়ে, এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা হয়। এ বিষয়ে জেলা সভাপতি জানান, বিজেপি থেকে জয়লাভ করা বিধায়ক সাংসদ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্তের উপস্থিতি এবং সম্মতিক্রমে 23 জনের এই কমিটি তৈরি হয়। যার মধ্যে আট জন সহ-সভাপতি, 4 জন সাধারণ সম্পাদক, নজন সম্পাদক এবং একজন অফিস সম্পাদক মাহমুদিয়া মনোনীত হয়েছেন। তবে রাজ্য কমিটির পক্ষ থেকেও বেশ কিছু নাম পাঠানো হয়েছে বলেই জানা গেছে দলীয় সূত্রে। তবে দলীয় গণসংগঠন এবং শাখা সংগঠন মিলিয়ে পূর্ণাঙ্গ 98 জনের কমিটি আগামীতে ঘোষিত হবে বলেই জানান বিজেপি সভাপতি।