বন্ধ বিদ্যালয়, ছাত্র-ছাত্রীদের আসন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহস এবং শুভেচ্ছা জানাতে বাড়ি বাড়ি শিক্ষা সরঞ্জাম নিয়ে পৌঁছালো শান্তিপুর 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।

0
411

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- করোনা পরিস্থিতি কাটিয়ে সবকিছু ক্রমাগত স্বাভাবিক হলেও বিদ্যালয় দ্বার এখনো বন্ধ। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পরীক্ষা হচ্ছেই। জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মনে জমা হয় নানান ভয় এবং দুশ্চিন্তা তারমধ্যে পঠন-পাঠনের বিষয়ে সরকারি খুব বেশি সুযোগ মেলেনি করোনা পরিস্থিতির জন্য। তাই একদিকে যেমন অভিভাবকদের উৎকণ্ঠার অন্যদিকে দুশ্চিন্তা ছাত্র-ছাত্রীদের। আর তার থেকেই কিছুটা মুক্তি দিতে এগিয়ে আসলো শান্তিপুর শহর 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। প্রজাতন্ত্র দিবসের শুভক্ষণে বিভিন্ন শিক্ষা সামগ্রী মিষ্টি এবং পুষ্পস্তবক নিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছালো তৃণমূল সদস্যরা। উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছিলেন বিশেষ বিশেষ দিনে তাদের কৃতিত্ব অনুযায়ী সংগঠিত করা এবং তাদের দুঃখ দুর্দশার কথা শোনা, সেই মতই অতীতে বিভিন্ন রকম কর্মসূচি পালনের সাথেই আজকের এই আয়োজন। কৃতি ছাত্র-ছাত্রী যেমন ওয়ার্ডের মুখ উজ্জ্বল করে, তেমনি বিদ্যালয় এবং শহরের সুনামবাড়ে। শুধু আজকেই নয়, এর পরেও তাদের পরীক্ষা সংক্রান্ত নানান সমস্যায় পাশে থাকবে তৃণমূল কংগ্রেস। আনুমানিক 37 জনের বাড়িতে পৌঁছানো হয়েছে বলেই তারা জানান।