পতাকা উত্তোলন করতে গিয়ে উল্টোভাবে জাতীয় পতাকা উত্তোলন করলেন খড়্গপুরের বিজেপির বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়।

0
448

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পতাকা উত্তোলন করতে গিয়ে উল্টোভাবে জাতীয় পতাকা উত্তোলন করলেন খড়্গপুরের বিজেপির বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বিজেপির বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে খড়গপুর স্টেশন সংলগ্ন বগদা এলাকায় বিজেপির একটি অনুষ্ঠানে যায়। সেখানে গিয়ে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন উল্টোভাবে। সাথে সাথেই উদ্যোক্তারা পতাকা নামিয়ে আবার সঠিকভাবে পতাকা উত্তোলন করা হয়। তারপর বিজেপির ওই অনুষ্ঠানে গিয়ে কিছু হকারদের হাতে দলের পতাকা তুলে দিয়ে তাদের দলে যোগদান করান।

হিরণ্ময় চট্টোপাধ্যায় বলেন, উল্টো দিক দিয়ে প্রচন্ড হাওয়া দিচ্ছিল। আর যেভাবে বাঁধা হয়েছিল পতাকাটা উল্টে গেয়েছিলো। সঙ্গে সঙ্গে আমরা তা ঠিক করে তা সোজা করে নিয়েছি। প্রকৃতির হাওয়া তাতে যদি উল্টে যায় সেটা সোজা করে নেয়া আমাদেরই দায়িত্ব, আমাদের কর্তব্য।
আজ এখানে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেন। তারা সবাই বুঝেছেন ভারতবর্ষের যে উন্নয়ন নরেন্দ্র মোদিজি করছেন তার যে মন্ত্র, তার যে আদর্শ। উন্নয়ন করার সেই আদর্শে আদর্শিত হয়ে খড়্গপুরের মানুষ সবাই মিলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিয়েছেন। কারন তারা সবাই জানেন ভারতবর্ষের একমাত্র উন্নয়নের নাম নরেন্দ্র মোদি। খড়গপুর যেভাবে শ্মশানে পরিণত হয়েছে। খড়্গপুরের ভাই-বোনেদের কাছে কাজ নেই, কিছু নেই। হাহাকার চলছে খড়্গপুরের বাড়িতে বাড়িতে। তারা একটাই বুঝছেন নরেন্দ্র মোদির আদর্শে যদি আমরা আদর্শিত হয় তাহলে আমরা কাজ পেতে পারি। সেই জন্য তারা বিজেপি জয়েন করেছে। আমার একটাই কাজ খড়্গপুরের বিধায়ক হয়ে। খড়্গপুরের ভাইবোনেরা খড়্গপুরের যুবকরা যারা বেরোজগারি তে ভুগছেন। যাদের কিছু নেই। তাদের সঠিক রাস্তা দেখানো। তাদের কাজের সন্ধান করে দেয়া এবং তাদের কাজের চেষ্টা করে দেওয়া।