৭৩ তম প্রজাতন্ত্র দিবসে ব্লক জুড়ে বিভিন্ন ক্লাব সংগঠন এবং তৃণমূলের পক্ষ থেকে একাধিক কর্মসূচি।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- বুধবার ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশের রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকে প্রজাতন্ত্র দিবস পালনের পাশাপাশি একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন ডিগ্রী স্পোটিং ক্লাবের উদ্যোগে এলাকার কচিকাঁচা এবং খুদে পড়ুয়াদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে যেখানে দুই কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, কচিকাচাদের ১০০ মিটার দৌড় এবং ৫০ মিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়, সারাদিন ধরে চলে এই প্রতিযোগিতা,এইদিন বিকেলে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাইরতন ব্যানার্জি,কর্মদক্ষ জ্ঞানাঞ্জন মন্ডল,বিশিষ্ট সমাজসেবী রাজিব ঘোষ, স্মৃতিরঞ্জন দত্ত,মানস নায়েক,দিব্যেন্দু নায়েক, এইদিন ক্লাব সম্পাদক বরুন দাস জানান সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি আমরা, তবে এই মহান দিনে সরকারি নির্দেশিকা মেনে এসব প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, পাশাপাশি চন্দ্রকোনারোড বলাকা স্পোটিং ক্লাবের উদ্যোগে ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বলাকা স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়,জানা গিয়েছে এই রক্তদান শিবিরে ৩৫ জন রক্তদাতা রক্তদান করেন, এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সিংহ, ক্লাব সভাপতি গণপতি ঘোষ,ক্লাব সম্পাদক দেব কুমার দে সহ অন্যান্য ক্লাব সংগঠনের সদস্যরা, এইদিন ক্লাব সম্পাদক জানান এই কোভিড পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন, পাশাপাশি ব্লকের দু’নম্বর করসা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে করোণা সচেতনতায় গণ মাক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ,উপপ্রধান মইদুল মন্ডল, সুশান্ত সিংহ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *