ছিনতাইকারী ডাকাতদলের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল, চারটি কার্তুজ, একটি মোটরবাইক উদ্ধার করল মানিকচক থানার পুলিশ।

0
224

মালদা, নিজস্ব সংবাদদাতা: ছিনতাইকারী ডাকাতদলের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল, চারটি কার্তুজ, একটি মোটরবাইক উদ্ধার করল মানিকচক থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা পঞ্চান্ন হাজার টাকা, একটি মোবাইল ও ডায়েরি। গ্রেফতার করা হয়েছে দুই দুস্কৃতিকেও। পুলিশের তরফে উদ্ধার হওয়া সামগ্রী ব্যবসায়ীকে ফেরত দেওয়া হয়। ঘটনাটি মালদার মানিকচকের।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি দুপুর বারোটা নাগাদ মানিকচকের মোহনায় রাজ্য সড়কের উপর দিনদুপুরে ছিনতাই কান্ড ঘটে ।মালদা শহরের বিবেকানন্দ পল্লীর হার্ডওয়্যার ব্যবসায়ী রতন সাহার মোটরবাইক আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই চালায় দুইজন দুষ্কৃতী । কেড়ে নেওয়া হয় নগদ পঞ্চান্ন হাজার টাকা, মোবাইল, ডায়েরি সহ কাগজপত্র। ওই ব্যবসায়ী মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন । এরপরই ছিনতাই কান্ডে মূল দুই অভিযুক্ত বসির আলি ও সাদিকুলকে গ্রেফতার করে মানিকচক থানার। তাদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় অপহৃত সামগ্রী। মেলে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বাইক। পরে গ্রেফতার করা হয় বাইকের মালিক সোলেমান আলিকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here