আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- এবার শাসকদলে থাবা বসালো সিপিআইএম।বুধবার রাতে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের মধ্য দেওগাঁও ১৩/৭০ পার্টে শাসকদল তৃণমূল থেকে সাত টি পরিবার যোগ দান করলো সিপিআইএমে।সিপিআইএম ফালাকাটা দুই নম্বর লোকাল কমিটি সুত্রে খবর বুধবার সন্ধ্যায় সংশ্লিষ্ট এলাকার সাত টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করে।দলীয় কর্মীদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে দল ত্যাগ করে বলে জানিয়েছেন যোগদান কারীরা। জানা গিয়েছে, মধ্য দেওগাঁয়ের তৃণমূল নেতা আবুল কালাম আজাদের নেতৃত্বে এদিন সাত টি পরিবারের প্রায় ৩৬ জন কর্মী সমর্থক এদিন তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করে।এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা নেতা আতিউল হক।তবে তৃণমূল নেতৃত্বের দাবি আবুল কালাম আজাদ দল বিরোধী কাজ ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলো। তাই তাঁর দল ত্যাগ দলে কোনো প্রভাব পড়বে না বলে মত স্থানীয় নেতৃত্বের।