নাবালিকাকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ এক ব্যক্তি সহ কয়েকজনের বিরুদ্ধে,শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে তীব্র বিক্ষোভ এলাকাবাসীদের,চাঞ্চল্য পিংলার বলিশ্বরপুরে।

0
325

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- এক ১৬ বছরের নাবালিকার গলায় ধারালো অস্ত্রের কোপে দেওয়ার অভিযোগ এক যুবক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে,ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার বলিশ্বরপুর এলাকায়, ঘটনায় জানা যায় বুধবার সন্ধ্যায় বলিশ্বরপুর এলাকায় একটি ম্যাজিক শো চলছিল, সেই সময় পিংলা গার্লস স্কুলের ছাত্রী ১৬ বছর বয়সী ওই নাবালিকা ম্যাজিক শো দেখতে যায়, ম্যাজিক শো দেখার পর বাড়ি ফেরার পথে তার পথ আটকায় বলে অভিযোগ,অভিযোগ এর পরেই পিংলার খিরাই এলাকার মুস্তাফা খান সহ বেশ কিছু লোক তার গলায় ধারালো অস্ত্রের কোপ দেয় বলে অভিযোগ, এরপর গুরুতর আহত অবস্থায় আসমাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে, জানা গিয়েছে এর আগে কুনজরে দেখতো ওই ব্যক্তি, পরে বিয়ের প্রস্তাব দেওয়ায় পরিবার না মানায় এই ঘটনা বলে পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই অভিযুক্তদের শাস্তির দাবি নিয়ে রাস্তা অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পিংলা থানার পুলিশ, এলাকাবাসীদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি সহ বাকিদের গ্রেফতার না করা হয় ততক্ষণ পর্যন্ত চলবে এই বিক্ষোভ, তবে এই বিক্ষোভের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়ক জুড়ে।