পাঁচদিন তল্লাশি চালানোর পর দেহ মিলল তিলপাড়া জলাধারে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- অবশেষে পাঁচদিন ধরে তল্লাশি চালানোর পরে আজ সকালে বীরভূম জেলার সিউড়ি থানার অন্তর্গত তিলপাড়া জলাধার থেকে মিলল নিখোঁজ যুবকের দেহ। এ দিন সকালেই ওই যুবকের দেহ জলে ভেসে থাকতে দেখা যায় এবং দমকল বাহিনী ও পুলিশ বাহিনী এসে ওই দেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অনুমান নিখোঁজ যুবকের দেহ এটি। ঘটনার সূত্রপাত গত সপ্তাহের শনিবার। যেদিন সিউড়ির ডাঙ্গালপাড়ার এক যুবকের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর রবিবার সকালবেলা তার মোটরবাইক জ্যাকেটসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয় তিলপাড়া ব্যারেজে। তারপর থেকেই চলছিলো তল্লাশি। কখনো স্পিডবোট নামিয়ে তো কখনো আবার ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তবে বুধবার পর্যন্ত কোনরকম খোঁজ পাওয়া যায়নি ওই যুবকের। এরপর বৃহস্পতিবার সকালে ওই যুবকের খোঁজ পাওয়া যায়। তার দেহ জলে ভেসে ওঠে। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, নিখোঁজ ওই যুবকের বাবার সঙ্গে কথা বলে জানতে পেরেছি উদ্ধার হওয়া এই দেহ তারই ছেলের। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *