স্কুলছুট রুখতে অভিনব ভাবে শিক্ষাদান দুবরাজপুরের বাজিতপুর।

0
287

বীরভূম, সেখ ওলি মহম্মদ:- করোনা অতিমারীর জন্য বিগত দু’বছর ধরে স্কুল বন্ধ রয়েছে। ফলে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়ছে স্কুলের ছাত্র ছাত্রীরা। তাই শিক্ষার অগ্রগতি বাড়াতে এবং স্কুলছুট রুখতে অভিনব ভাবে শিক্ষাদান চলছে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েতের অন্তর্গত বাজিতপুর গ্রামে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ফাউন্ডেশনের সহায়তায় এবং টুমোরো ফাউন্ডেশনের উদ্যোগে ‘সহজপাঠ’ প্রজেক্টের মাধ্যমে বিগত দু’বছর ধরে বিনামূল্যে শিক্ষাদান করে চলেছেন শিক্ষামিত্ররা। শুধু যে বিনামূল্যে শিক্ষাদান তাই নয়, শিক্ষা সামগ্রীও বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে টুমোরো ফাউন্ডেশনের পক্ষ থেকে। এদিন অভিনব ভাবে শিক্ষাদানের এমনই চিত্র ধরা পড়ল বাজিতপুর গ্রামে। এদিন গ্রামেরই একটি কমিউনিটি হলে কোভিড প্রোটোকল মেনে ছাত্র ছাত্রীদের বসানো হয়েছে। এরূপ শিক্ষাদানের ভাবনায় খুশি অভিভাবকরা। শিক্ষামিত্র পূজা কুন্ডু জানান, আমরা ২০২০ সাল থেকে সহজপাঠ প্রজেক্টের মাধ্যমে ছাত্র ছাত্রীদের শিক্ষাদান করছি। দুবরাজপুর ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েত এলাকার ১০ হাজার ছাত্রছাত্রীকে ৯০ জন শিক্ষামিত্র মিলে বিনামূল্যে শিক্ষাদান করাচ্ছেন। লক ডাউনের সময় ছাত্র ছাত্রীদের অনলাইনে পড়াশুনার ব্যবস্থাও করা হয়েছিল। আমাদের মূল উদ্দেশ্য, যে সমস্ত শিশুরা পড়াশুনার দিক দিয়ে পিছিয়ে রয়েছে তাদের উন্নততর শিক্ষা দিয়ে আগামী দিনে চলার পথ প্রশস্থ করা। পাশাপাশি এক অভিভাবিকা লুত্ফা বিবি জানান, আমাদের বাচ্চাদের পড়াশোনা খুব ভালো ভাবে হচ্ছে। এমনকী তারা বাড়িতে না বসে এখানে এসে অনেক কিছু শিখতে পারছে। এতে আমরা খুব খুসি। অন্য একজন অভিভাবিকা রেজিনা বিবি জানান, এতদিন ধরে স্কুল বন্ধ রয়েছে ফলে আমাদের ছেলেরা এখানে এসে ভালো শিক্ষা পাচ্ছে। এমনকী লক ডাউনের সময় অনলাইনে ক্লাসও করানো হত তাদের।