নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত নিউ দীঘায় একটি হোটেলে ভয়াবহ আগুন,প্রাণে বাঁচার তাগিদে ছাদ থেকে ঝাঁপ বেশ কয়েকজন পর্যটক, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা নাগাদ, চলে গিয়েছে হোটেলের দ্বোতলায় আগুন লেগে যায়। সিঁড়ির ধাপ থেকে আগুন ও কালো ধোঁয়া বেরতে থাকে। তড়িঘড়ি হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন কর্মীরা। দ্বোতলায় থাকা কয়েকজন পর্যটক প্রাণ বাঁচাতে রেলিং টপকে কোনওক্রমে নীচে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান। তবে কি ভাবে এই অগ্নিকান্ড তা এখনও পরিষ্কার নয়।ঘটনার খবর পেয়ে দিঘা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সেই সঙ্গে রামনগর থেকে আসে দমকলের ২টি ইঞ্জিন। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। হোটেল কর্মীদের সূত্রে জানা গেছে, এইদিন বেলার দিকে হঠাৎই সিঁড়ির ধাপ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়।প্রাথমিক ভাবে জানা গেছে, ওই হোটেলে ইলেকট্রিকের কাজ চলছিল বলে পার্শ্ববর্তী হোটেলের কর্মীদের সূত্রে জানা গেছে। তারা জানিয়েছেন শর্ট সার্কিটের কারণেই এই আগুন। সেই সময় ওই হোটেলে থাকা পর্যটকরা কোন রকমে ঝাঁপ দিয়ে, কেউ রেলিং টপকে নিচে নেমে আসে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমুদ্র সৈকত এলাকাজুড়ে।
নিউ দিঘার একটি হোটেলে ভয়াবহ আগুন,ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন বেশ কয়েকজন পর্যটক,ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।

Leave a Reply