গৃহবন্দী শিশুদের মনের কুপ্রভাব দূর করতে এক অভিনব কর্মসূচি গ্রহণ করতে দেখা গেল নদীয়ার কৃষ্ণনগর উত্তর তৃণমূল কংগ্রেস কমিটি সহ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, সদর শহর চক্র ও মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

0
425

নদীয়া-কৃষ্ণনগর, নিজস্ব সংবাদদাতা:-কোভিড পরিস্থিতিতে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় কাল ধরে বিভিন্ন স্কুল বন্ধ থাকায় গৃহবন্দী শিশুদের মনের কুপ্রভাব দূর করতে এক অভিনব কর্মসূচি গ্রহণ করতে দেখা গেল নদীয়ার কৃষ্ণনগর উত্তর তৃণমূল কংগ্রেস কমিটি সহ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, সদর শহর চক্র ও মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।শুক্রবার দুপুরে স্কুলপড়ুয়া শিশুদের মানসিক অবসাদ দূর করে তাদের সার্বিক বিকাশের দিকে নজর রেখে কৃষ্ণনগর দশ নম্বর ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো পাড়ায় পাড়ায় আনন্দ মেলা কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়ে এলাকার শিশুদের স্থানীয় কোন পার্ক উন্মুক্ত জায়গায় একত্রিত করে বিভিন্ন ধরনের খেলা ম্যাজিক শো নাচ-গান প্রভৃতি সাংস্কৃতিক ক্রিয়া-কলাপের মধ্য দিয়ে শিক্ষাদান করে শিশুদের মানসিক বিকাশ ঘটানোই তাদের প্রধান লক্ষ্য বলে প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানালেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি তথা শিক্ষক জয়ন্ত সাহা। পাশাপাশি আজ নম্বর ওয়ার্ড থেকে এই প্রকল্পটি শুরু করা হলেও ধীরে ধীরে কৃষ্ণনগর শহরের প্রতিটি ওয়ার্ডের শিশুদের একত্রিত করে সেই এলাকায় প্রকল্পটি চালু করা হবে বলেও জানান তিনি। এছাড়াও শুধুমাত্র কৃষ্ণনগর শহর ভিত্তিক না করে ভবিষ্যতে শিশুদের কল্যাণে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সম্পূর্ণ নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে বলেও এইদিন জানান তিনি।