হবিবপুর ব্লকের হবিবপুর পঞ্চায়েত সমিতির এম জি এন আর জি ই এস প্রকল্পে কংক্রিট রাস্তার শুভ উদ্বোধন করা হলো।

0
252

মালদা, নিজস্ব সংবাদদাতা:- হবিবপুর ব্লকের হবিবপুর পঞ্চায়েত সমিতির এম জি এন আর জি ই এস প্রকল্পে কংক্রিট রাস্তার শুভ উদ্বোধন করা হলো। হবিবপুর ব্লকের অন্তর্গত ঋষিপুর অঞ্চলের কালিতলা অনন্তপুর সংলগ্ন এলাকায় হবিবপুর পঞ্চায়েত সমিতির এম জি এনআর জি এস প্রকল্পের প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে ৩৫০ মিটার যুক্ত কংক্রিট রাস্তার কাজের শুভ শিলনাস করা হয় । এদিন ওই রাস্তাটি উদ্বোধন করা হয় নারকেল ফাটিয়ে মিষ্টি মুখ করানো হয়।এদিন উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বাস্কে ও সহসভাপতি স্বপন সরকার, হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সজল সিকদার,হবিবপুর ব্লক তৃনমুল কংগ্রেসের যুব সভাপতি সৌগত সরকার ও হবিবপুর ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত মুখার্জী সহ অন্যান্য নেতৃত্বরা।
এলাকার সদস্য সজল সিকদার বলেন অনন্তপুর এলাকায় এই রাস্তার করাহয় কৃষকদের সমস্যা মাথায় রেখে বহুদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থা থাকায় কৃষকদের জমি থেকে ফসল তুলার সময় গাড়ি যেতে সমস্যা পরতে হয় তাই কৃষকদের কথা মাথায় রেখে এই রাস্তার কাজ শুরু করা হয়।এই রাস্তা হলে অনেক কৃষক উপকৃত হবে আসা করছেন।