BJPর হাত শক্ত করতে কাঁথি পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজে নেমে পড়েছে BJP মহিলা কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- আগামী পৌরসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই দলীয় কর্মসূচিতে নেমে পড়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরোভোটের প্রচারে তৃণমূলকে টেক্কা দিতে তুলি হাতে নিয়ে দেওয়াল লিখনের কাজে কাঁথির রাস্তায় বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। প্রসঙ্গত গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দেওয়াল  লিখতে গিয়ে কাঁথি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছিল বিজেপির এক কর্মী। তাই তৃণমূলকে পৌরভোটে যোগ্য জবাব দিতে, শুক্রবার কাঁথি পৌরসভার ২১ টি ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজ শুরু করল  পদ্মফুল শিবিরের সমর্থক মহিলারা।এইদিন এমনই চিত্র উঠে এলো, এই সম্বন্ধে বিজেপির এক মহিলা কর্মী বলেন এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে এবং ২১ টি ওয়ার্ডের মধ্যে যাতে বিজেপি জয় লাভ করতে পারে কার লক্ষ্যেই এবার আমরা প্রচারে নেমেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *