জহর সিং স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার উদ্বোধনে মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার গৌরব সেনগুপ্ত।

0
594

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ওন্দায় দলদলী নিউ ভারতী সংঘ ও অনন্য জহর
পরিচালনায় জহর সিং স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার গৌরব সেনগুপ্ত। জহর সিং এর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুমিত্রা সিং, কার্তিক মাল, দেবাশীষ ছাতাইৎ,শান্ত ব্রত সেন। সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই চূড়ান্ত পর্বের খেলায় লেদাসন টি এল ডি যুবক সংঘ ও রাহূল একাদশ দল অংশগ্রহণ করে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ট্রাইবেকারে রাহুল একাদশ
লেদাসন টি এল ডি যুবক সংঘ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।
বিজয়ী ও বিজিত দলকে ট্রফির পাশাপাশি নগদ আর্থিক পুরস্কার করা হয়। ফুটবল খেলাকে খেলাকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।