পানীয় জলের দাবীতে বিক্ষোভ।

0
379

ক্যানিং, নিজস্ব সংবাদদাতা:- পানীয় জলের দাবীতে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাস্থল প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী বিধানসভার অন্তর্গত ঝড়খালি ৪ নম্বর এলাকায়।
অভিযোগ পানীয় জলের কল রয়েছ। কল থাকলে ও মিলছে না পানীয় জল।গ্রামবাসীদের দাবী প্রায় দু’বছর জলশূন্য পানীয় জলের পাইপ। এলাকাবাসীরা বিক্ষোভের সাথে দাবী জানিয়ে বলেন নির্বাচনের আগেই ভোট চেয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমন কি পাইপ লাইনের মাধ্যমে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকার বদ্ধ হয়েছিলেন। পাইপ লাইন পৌঁছালেও মিলছে না পানীয় জল।এলাকার প্রায় ২০০ পরিবার পানীয় জলের জন্য সংকটে ভুগছেন।গ্রামের যে একটি মাত্র নলকূপের উপর নির্ভরশীল ছিলেন গ্রামবাসীরা সেটি বর্তমানে অকেজো হয়ে রয়েছে। আর যার জেরে পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে এলাকাবাসীদের। এলাকাবাসীদের আরও অভিযোগ এমন সমস্যা বারে বারে প্রশাসনকে জানিয়েও মেলেনি কোন সমাধান। তবে এলাকাবাসীদের দাবী পানীয় জলের সমস্যা সমাধানের জন্য দ্রূত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন।