অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল নদীয়ার নবদ্বীপে।

0
378

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল নদীয়ার নবদ্বীপে। ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৭০ বছর হতে পারে বলে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের। জানা যায়, রবিবার বিকেলে গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্ট ডাঙ্গা বিশ্রামাগারের পার্শ্ববর্তী একটি গাছে ওই বৃদ্ধকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের নিথর দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর মৃত বলে ঘোষণা করেন ওই বৃদ্ধকে। দীর্ঘ শারীরিক অসুস্থতা জনিত কারণে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধ বলে তদন্তে প্রাথমিক ধারণা পুলিশের। মৃত্যুর সঠিক কারণ ও মৃতের নাম পরিচয় জানতে সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।