জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলা ও ত্রিপুরা রাজ্যের মধ্যে শুরু হল পণ্যবাহী ট্রেন চলাচল। আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়।
আলু সহ এই অঞ্চলের বিভিন্ন কৃষিপণ্য নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে অসম হয়ে ত্রিপুরার আগরতলা পর্যন্ত পৌঁছে যাবে কিষাণ রেল নামে এই পণ্যবাহী ট্রেন।
এই রেল যোগাযোগের মাধ্যমে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে জলপাইগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গে ব্যাপক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন অনেকে। ঘটবে অনেক কর্মসংস্থানও। উপকৃত হবেন জলপাইগুড়ি ও হলদিবাড়ির অসংখ্য কৃষক। জানা গেছে মূলত আলু সহ অন্যান্য কৃষিপণ্য রপ্তানি হবে এই পণ্যবাহী ট্রেনে।
বাংলা ও ত্রিপুরা রাজ্যের মধ্যে শুরু হল পণ্যবাহী ট্রেন চলাচল।

Leave a Reply