করোনার বাড়বাড়ন্তের মাঝে সাধারণ মানুষের সচেতনতায় গান লিখে ও গান গেয়ে তাকলাগালেন কেশপুরের পিড়াশোলের গ্রাম্য চিকিৎসক।

0
1198

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- করোনার বাড়বাড়ন্তের মাঝে সাধারণ মানুষকে সচেতন করতে গান লিখে গান গেয়ে তাক লাগালেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৬ নম্বর অঞ্চলের পিড়াশোল গ্রামের বাসিন্দা পেশায় গ্রাম্য চিকিৎসককে গৌতম রানা, প্রসঙ্গত মহামারী করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে রক্ষার্থে এবং সচেতনতায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের পক্ষ থেকে, তবে গ্রাম্য চিকিৎসকের এই কর্মকাণ্ডতে প্রশংসার ঝড় সারা ব্লক জুড়ে, সোমবার এমনই চিত্র উঠে এলো, এই সম্বন্ধে গ্রাম্য চিকিৎসক গৌতম রানা বলেন প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতনতায় একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও বেশ কিছু অসাধু ব্যক্তি রয়েছে তারা এখনো পর্যন্ত সেই নির্দেশিকা মেনে চলছেন না, যাতে তাদের সচেতন করা যায় সেই উদ্দেশ্যেই আমার এই ভাবনা।