ধূপগুড়ির ঝুমুর এলাকায় জাতীয় সড়কে ময়নাগুড়ি থেকে বীরপাড়া যাওয়ার পথে ঝুমুর নদীতে বাইক সমেত পড়ে আহত-২ বাইক আরহী।

0
368

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ধূপগুড়ির ঝুমুর এলাকায় জাতীয় সড়কে ময়নাগুড়ি থেকে বীরপাড়া যাওয়ার পথে ঝুমুর নদীতে বাইক সমেত পড়ে আহত-২ বাইক আরহী। এর মধ্যে এক জনের মাথা ফাটছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাত ৭ টা ৫০ মিনিট নাগাদ দুই বাইক আরোহী বীরপাড়া যাচ্ছিল তারা বাইক সমেত ঝুমুর নদীতে উল্টে পড়ে। এর পর স্থানীয়রা খবর দেয় ধূপগুড়ি পুলিশ এবং দমকলকর্মীদের। তারা এসে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা চলছে।