বিশ্বাসঘাতকতা দিবস পালন করলো ইন্দাস থানা কৃষক সমিতি।

0
257

আবদুল হাই, বাঁকুড়াঃ সারা ভারত কৃষক সংগ্ৰাম সমন্বয় কমিটির ডাকে গোটা দেশ জুড়ে আজ বিশ্বাসঘাতকতা দিবস পালন করা হয়। সেইমত এদিন বাঁকুড়া জেলার ইন্দাস থানা কৃষক সভার ডাকে ইন্দাসে বিশ্বাসঘাতকতা দিবস পালন করা হয়। এপ্রসঙ্গে বাঁকুড়া জেলা কৃষক নেতা আবদুর রব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেইসব প্রতিশ্রুতি পালন করেননি। কৃষি বিল প্রত্যাহারের জন্য যে সকল কৃষক আন্দোলন করতে গিয়ে মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া,যারা এখনো পর্যন্ত জেলে বন্দী তাদের নিঃশর্তে মুক্তি দেওয়া সহ অন্যান্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনো পর্যন্ত কোন প্রতিশ্রুতি পালন করেননি।তাই এদিন মোদী সরকারের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা দিবস পালন করা হয়। এদিনের কর্মসূচিতে অংশ নেন বাঁকুড়া জেলা কৃষক নেতা আবদুর রব, অসীম দাস,নয়ন শীল সহ অন্যান্য নেতৃবৃন্দ।