মালদা, নিজস্ব সংবাদদাতা: মরিচঝাঁপি গণহত্যার প্রতিবাদে মালদা শহর জুড়ে মৌন মিছিল করল বিজেপি। সোমবার সকালে শহরের পুরাটুলি বিজেপি কার্যালয় থেকে এই মৌন মিছিল শুরু হয়ে গোটা মালদা শহর পরিক্রমা করে ফোয়ারা মোর হয়ে মালদা জেলা শিক্ষা ভবনে শেষ হয় । উপস্থিত ছিলেন বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী, দক্ষিণ মালদার বিজেপির সভাপতি পার্থসারথি ঘোষ, বিজেপি নেতা বিশ্বজিৎ রায় সহ অন্যান্য। এবিষে বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী,বলেন এদিন এই মৌন মিছিল এর মধ্যে দিয়ে মরিচঝাঁপি গণহত্যা প্রতিবাদ জানানো হয় মৌন মিছিলের মধ্যে দিয়ে । তার পাশাপাশি এই মিছিল শেষে স্কুল কলেজ এবং সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মালদা জেলা শিক্ষা ভবনের সামনে জমায়েত হয়ে ডি আই এর হাতে একটি দাবি সনদ তুলে দেন বিজেপি নেতৃত্ব ।