আবারও খবরের শিরোনামে বামনগোলা।

0
357

মালদা, নিজস্ব সংবাদদাতা:-আবারও খবরের শিরোনামে বামনগোলা। তবে বিশেষ চাকরী ক্ষেত্রে বা অন্য কোন কারণে নয়। মানবতার কারণে, মানব সেবার কাজে সোমবার মালদা নাগরিক উন্নয়ন সমিতি তথা মালদা নার্সিং হোম ও সোনোস্ক্যান হেল্থকেয়ার প্রাইভেট লিমিটেড স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শরৎকুমার রায় গত ১৯ শে জানুয়ারি পরলোকগমন করেন আজ তার শ্রাদ্ধ বাসরে সোনোস্ক্যান ভবনে অনুষ্ঠিত হলো
স্বেচ্ছায় রক্তদান শিবির।বামনগোলা এলাকায় অনেক আগেই খ্যাতি কুড়িয়েছে তার উপর শরৎ কুমার রায়ের পৈতৃক জন্মস্থান ছিল বামনগোলা মানুলী গ্রামে। আজ তার স্মরণে রক্তদান শিবিরের করে মানবিক নজির তৈরি করল । উক্ত শিবিরে ১২০ জন রক্তবন্ধু রক্ত দান করেন। শিবিরে তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন স্বর্গীয় শরৎকুমার রায়ের সুযোগ্য সন্তান ডাঃ স্বপন রায়, মালদা নাগরিক উন্নয়ন সমিতির সদস্য প্রদীপ সান্যাল, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদার সম্পাদক নিরঞ্জন প্রামানিক,পাকুহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুনু সরকার প্রমূখ। উক্ত শিবিরের বিশেষ রক্তদাতা ডাঃ পার্থ দাশগুপ্ত বলেন বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় শরৎকুমার রায়ের স্মরণে রক্তদান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শীতকালের সংকটময় মুহূর্তে পারিবারিক রক্তদানের মতন মহৎ কাজে এগিয়ে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা মহাশয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here