পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ডিভিশনের হিজলি স্টেশনে তৃতীয় রেললাইনের কাজ এবং নন ইন্টারলকিং কাজের কারণে সোমবার থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য হাওড়া-খড়গপুর-ভুবনেশ্বর শাখায় দৈনিক আট জোড়া মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন সূত্রে। দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের হিজলি স্টেশন একটি গুরুত্বপূর্ণ ত্রিমুখী রেলওয়ে জংশন হওয়ার জন্য এই স্টেশনে একাজ করা জরুরী হয়েছিল বলে জানিয়েছেন রেলের আধিকারিক রাজেশ কুমার।
তিনি জানিয়েছেন, সোমবার থেকে থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত, দক্ষিণ পূর্ব রেলওয়ে পর্যায়ক্রমে ট্রেন বাতিলের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। খড়্গপুর বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্সিয়াল ম্যানেজার ট্রেন বাতিলের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
খড়্গপুর ডিভিশনের হিজলি স্টেশনে তৃতীয় রেললাইনের কাজ এবং নন ইন্টারলকিং কাজের কারণে একাধিক ট্রেন বাতিল।

Leave a Reply