জলপাইগুড়ি শহরের সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের মানুষ মারা সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা দিবস উদযাপন করে অবস্থান কর্মসূচি পালিত হয়।

0
353

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সারা দেশের সাথে জলপাইগুড়ি শহরের সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের মানুষ মারা সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা দিবস উদযাপন করে অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষক নেতা সুভাষ দেব, সভায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি বিরোধী নেত্রীর বিরুদ্ধে বক্তব্য রাখেন অগ্রগামী কৃষক সভার নেতা গোবিন্দ রায়, সংযুক্ত কিষান সভার পক্ষে প্রকাশ রায়, বিনয় বর্মন, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষে কৌশিক ভট্টাচার্য্য, সারা ভারত কিষান সভার জেলা সম্পাদক আশীষ সরকার, এ আই সি টি এর পক্ষে প্রদীপ গোস্বামী সহ অন্যান্য কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ। কৃষক নেতা আশীষ সরকার বলেন কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার প্রত্যাহার করলেও সহায়ক মূল্য কৃষি ফসল ক্রয় কৃষকদের অন্যান্য দাবি গুলি এখন পর্যন্ত মেনে নেওয়ার কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার গ্রহণ করেনি তাই গোটা দেশে সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে পথে নেমে আন্দোলনে শামিল হয়েছে কৃষক সমাজ। সরকার কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করলে তার ফল হবে মারাত্মক এটা জানান দেওয়ার জন্যই আজকের এই কর্মসূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here