রাজস্ব আদায়ের নামে রাজ্য সরকারের ‘ দুয়ারে মদ’ প্রকল্পের প্রতিবাদে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো যুব সংগঠন AIDYO

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- এমনিতেই মদ, মাদক দ্রব্যের প্রসারের ফলে ঘরে ঘরে অশান্তি, নারী নির্যাতন বেড়েই চলছে। করোনা অতিমারীর মধ্যে মানুষের যখন অভাব অনটন, অশান্তি বেড়ে চলেছে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখন রাজ্য সরকারের ই রিটেইলের নামে কার্যত দুয়ারে দুয়ারে মদ পৌঁছে দেওয়ার এই পরিকল্পনা অত্যন্ত নিন্দনীয়। এরই প্রতিবাদে, অবিলম্বে সরকারের ই রিটেইল প্রকল্প বাতিলের দাবীতে যুব সংগঠন AIDYO র পক্ষ থেকে সোমবার মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত হয়। জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সভায় শামিল হয়েছে সংগঠনের কর্মী সমর্থক রা, এইদিন বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সভানেত্রী অনিন্দিতা জানা, টুম্পা গোস্বামী, শীর্ষেন্দু শাসমল প্রমুখ নেতৃবৃন্দ। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে এই নিয়ে কার্যত রাজ্য সরকারকে নিশানা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *