সাতসকালে দাঁতাল হাতির তাণ্ডব, তীব্র আতঙ্ক শালবনির লালুয়া গ্রামে।

0
258

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- সাতসকালেই গ্রামে ঢুকে পরল দাঁতাল হাতি,মজুদ করা ধান ক্ষতি করার পাশাপাশি, ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে, ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের লালুয়া গ্রামে,জানা গিয়েছে সোমবার সকালে হঠাৎই গ্রামে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি হাতি, মজুদ করা ধান ক্ষতিগ্রস্তদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল, ইতিমধ্যেই ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে ওইসব ক্ষতিগ্রস্থ চাষিরা।অন্যদিকে সাতসকালেই দাঁতাল হাতি গ্রামে প্রবেশ করায় কার্যত হুলুস্থূলুস বেধে যায় গোটা গ্রাম জুড়ে, প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে হাতির তাণ্ডব অব্যাহত জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here