স্কুল কলেজ খোলা সহ অনলাইন শিক্ষা ও জাতীয় শিক্ষা নীতির বিরুদ্ধে কনভেনশন।

0
232

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- শান্তিপুর সায়েন্স ক্লাবের উদ্যোগে স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয় খোলার দাবী সহ অনলাইন শিক্ষা পদ্ধতি এবং জাতীয় শিক্ষা নীতির বিরুদ্ধে শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হলো নদীয়ার শান্তিপুরে ৷ শান্তিপুর সায়েন্স ক্লাবের সভাপতি সুব্রত বিশ্বাস জানান যে,
কোভিড বিধি মেনে স্কুল, কলেজ খোলার দাবী সহ বৈষম্যমূলক অনলাইন শিক্ষা পদ্ধতি, প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি, সিলেবাসে ধর্ম, জ্যোতিষ, তন্ত্রমন্ত্র অন্তর্ভূক্তির বিরুদ্ধে ৩০শে জানুয়ারী সন্ধ্যায় এক শিক্ষা কনভেশনের আয়োজন করেন ৷ ঐ শিক্ষা কনভেনশনে বক্তব্য রাখেন অঞ্জনগড় বিদ্যালয়ের শিক্ষক সুপ্রতীপ রায়, চাপড়া বাঙালঝি মহাবিদ্যালয়ের অধ্যাপক দীপাঞ্জন দে, রাখী পত্রিকার সভাপতি বিমল সরকার প্রমুখ ৷ বহু মানুষ ঐ কনভেনশনে অংশ গ্রহন করেন ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here