জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনে আসলেন ডি আর এম কাঠিহার।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার জলপাইগুড়ি টাউন স্টেশনে এসেই রেলের  অন্যান্য উচ্চপদস্থ আধীকারিকদের নিয়ে এক প্রস্ত বৈঠক করেন  শুভেন্দু কর চৌধুরী , ঘুরে দেখেন টাউন স্টেশনের বিভিন্ন কাজ গুলি। ওপর দিকে সোসাইটি ফোর পিপলস  আওয়ারনেস এন্ড বেটার কমনিকেশন এর পক্ষ থেকে শহরের মধ্যে ,যে আটটি লেভেল ক্রসিং রয়েছে সে গুলিকে আর ও বি পদ্ধতিতে ওপর দিয়ে রেলপথ নিয়ে গিয়ে নিচ দিয়ে গাড়ি এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার দাবি জানোন হয় বলে সংগঠনের পক্ষে সব্যসাচী রায় জানিয়েছেন।

উল্লেখ্য, খুব শীঘ্রই জলপাইগুড়ি টাউন স্টেশনের ওপর দিয়ে কলকাতা পর্যন্ত যাত্রী‌বাহী ট্রেন চলাচল শুরু হতে চলেছে। তার আগে কাটিহার ডিভিশনের ডিআর‌এম শুভেন্দু কর চৌধুরির জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া দুদিন আগে‌ই এই স্টেশন থেকে শুরু হয়েছে জলপাইগুড়ি-আগরতলা মালবাহী কিসান রেল। এজন্য জলপাইগুড়ি টাউন স্টেশনের গুরুত্ব অনেক বাড়ছে রেল দপ্তরের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *